Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিশুসহ ৬ নারী জিম্মিকে মুক্তি দিল আইএস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০২:৫২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০২:৫২ PM

bdmorning Image Preview


সিরিয়ায় মুক্তিপণ ও বন্দি বিনিময়ের মাধ্যমে ২৭ ড্রুজ জিম্মির মধ্যে শিশুসহ ছয় নারীকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ।

শনিবার (২০ অক্টোবর) মানবাধিকার বিষয়ক সিরিয়ার পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য জানায়. দেশটির সুইদা প্রদেশে গত জুলাইয়ে ভয়াবহ হামলা চালানোর সময় তারা এদেরকে জিম্মি করে।

পর্যবেক্ষণ গ্রুপটির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, গত রাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইসলামিক স্টেট গ্রুপের ৬০ কারাবন্দীর মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল ড্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সাথে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হলো।

প্রসঙ্গত, গত জুলাই মাসে সিরিয়ার ড্রুজ কমিউনিটির লোকজনের ওপর ভয়াবহ হামলা চলাকালে সুইদা থেকে প্রায় ৩০ জনকে অপহরণ করে এ জিহাদি গ্রুপ। এদের অধিকাংশ নারী ও শিশু।

Bootstrap Image Preview