Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, অক্টোবার ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে রাস্তা সংস্কার, যানবাহন চলাচল স্বাভাবিক 

আব্দুল্লাহ আল নুমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


তিন দিন বন্ধ থাকার পর আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের ব্যস্ততম সড়ক।

এ রাস্তা সংস্কারের অভাবে গত (১২ অক্টোবর) শুক্রবার রাতে ভেঙে যায়। এতে ফেঞ্চুগঞ্জ-গোলাপগঞ্জ দুই উপজেলার কয়েক হাজার যাত্রীসাধারণ বিপাকে পড়েন। রাস্তা ভাঙার কারণে বন্ধ হয়ে যায় এ সড়কের যান চলাচল। 

বিকল্প হিসাবে ইলাশপুর সড়ক ব্যবহার করেছেন যাত্রীরা। কিন্তু ঘুরে যাওয়ার কারনে অতিরিক্ত ভাড়া নিয়ে চালকদের সাথে দ্বন্দ্ব বেধে যায়। সড়ক ভাঙার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন সড়কটি পরিদর্শন করে দ্রুত মেরামতের উদ্যোগ নেন।

সরেজমিনে দেখা যায়, কুরকুছি নদী পার ঘেষা সড়কটিতে পাকা পিলার ও গাছ দিয়ে প্রতিরক্ষা তৈরি করে ইট ও বালি দিয়ে সংস্কার করা হয়েছে। যান চলাচল শুরু হওয়ায় দুর্ভোগ মুক্ত হয়েছেন দুই উপজেলার যাত্রী ও চালকরা।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কালাম জানান, উপজেলার উন্নয়ন তহবিল থেকে কাজটি করা হচ্ছে। কাজটি সম্পন্ন হতে আরো দুই দিন লাগতে পারে তবে যানবাহন চলাচল করতে পারছে।

Bootstrap Image Preview