Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:৪৩ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান।

সদর উপজেলা প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান জানান, সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ববধানে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায়  ৪ কোটি ৫৬ লক্ষ ৬১ হাজার ৯১ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও সম্মেলন কে›ন্দ্র নির্মিত হয়েছে।

Bootstrap Image Preview