Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে শাবি শিক্ষককে শোকজ 

আরাফ আহমদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে উঠেছে।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৫ অক্টোবর) বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ২১০তম সিন্ডিকেট সভায় তাকে কারণ দশার্নোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়।  

সিন্ডিকেট সূত্রে জানা যায়, পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরোত্তর ছুটিতে থাকা অধ্যাপক ড. হাবিবুল আহসানের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেন, একই বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী এবং অধ্যাপক ড. শামসুন নাহার বেগম।

বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) থেকে ব্যয় বাবদ ঐ দুই অধ্যাপকের স্বাক্ষর জালিয়াতি করে ড. হাবিবুল আহসান টাকা উত্তোলন করে বলে অভিযোগে বলা হয়।

এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান জানান, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সিন্ডিকেট থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ এবং তদন্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে জানার জন্য যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি অধ্যাপক ড. হাবিবুল আহসান। 

 


 

Bootstrap Image Preview