Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM

bdmorning Image Preview


ফরিদপুর প্রতিনিধিঃ

'স্বনির্ভর চলায় সাদা ছড়ি নিরাপত্তার প্রতীক' প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সভার আয়োজন করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার সম্পাদক অধ্যাপক এম.এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, এফডিএ'র নির্বাহী পরিচালক মো: আজহারুল ইসলাম, বিএফএফ’র নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, হাফেজ মো: জোবায়ের, প্রতিবন্ধী নেতা আব্দুল কুদ্দুস ও রকিবুল ইসলাম রকি।

পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

Bootstrap Image Preview