Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবকে চরম শাস্তির হুশিয়ারি ট্রাম্পের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৩৬ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৩৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে চরম শাস্তির হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডেইলি সাবাহর।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যমে সিবিএস এর '৬০ মিনিটস' প্রোগ্রামে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ঘটনার শিকড় পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। যদি জামাল খাশোগিকে হত্যা করা হয়ে থাকে তাহলে চরম শাস্তি দেয়া হবে।

সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি। তিনি গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে গিয়ে আর ফিরে আসেননি।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, জামাল খাশোগিকে কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে। তিনি সেখানে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে তাকে হত্যা করে কেটে টুকরো টুকরো করা হয়।

Bootstrap Image Preview