Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীমান্ত পেরিয়েও হুমকির জবাব দেয়া হবে: জেনারেল জাফারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। তারই জের ধরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বললেন, শত্রুর যে কোন হুমকি এমনকি তা যদি দেশের বাইরে থেকে আসে তাহলেও তার শক্ত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ইরানের নিরাপত্তা যদি বিপদের মুখে পড়ে তাহলে নিজের সীমানার বাইরে গিয়েও হুমকির জবাব দেওয়া বন্ধ হবে না।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে জেনারেল জাফারি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে জেনারেল জাফারি বলেন, ইরানের জনগণ এই ধরনের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলা করে অভ্যস্থ হয়ে গেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এবং জাতীয় ঐক্য সুসংহত করেছে। 

Bootstrap Image Preview