আমরা সাধারনত মুখ, চুল এইসবের দিকেই বেশি নজর দিয়ে থাকি। তাই এসবের যত্নও বেশি নেয়া হয়ে থাকে। ভেবে দেখুন, কোনো পার্টিতে যাবার জন্য তৈরি হয়েছেন কিন্তু বের হওয়ার সময় লক্ষ্য করলেন পায়ের ফাটা গোড়ালিটা দেখতে খুব খারাপ লাগছে। অথবা স্লিভ লেস ড্রেস বা ব্লাউজ পড়তে ইচ্ছা করছে কিন্তু আন্ডারআর্ম পরিষ্কার করা নেই। এই একটু অভাবই কিন্তু পুরো সাজগোজটা মাটি করে দিতে পারে।
তাই মুখ ও চুলের পাশাপাশি ত্বকের প্রতিটি অংশের নিয়মিত যত্ন নেয়া একান্ত প্রয়োজন। পরিষ্কার-পরিছন্ন থাকলে দেখবেন নিজেকে আরও বেশি সুন্দর মনে হবে আর বেড়ে যাবে আত্মবিশ্বাস। কীভাবে ত্বকের অবহেলিত অংশের যত্ন তা নিয়ে রইলো বিস্তারিত আলোচনা-
হাতের তালু-
আন্ডারআর্ম-
ডার্ক আন্ডারআর্ম যেমন অস্বস্তিকর তেমনি অপরিছন্ন । যেনে নিন আন্ডারআর্ম পরিচ্ছন্ন রাখার উপায় ।
ঘাড়ের অংশের ত্বক নরম হয় । তাই শরীরের অন্য অংশের থেকে ঘাড়ে একটু বেশি যত্নের প্রয়োজন হয় ।
পিঠ-
পিঠে ব্রনের ও কাল দাগের সমস্যা প্রায়ই দেখা দেয় । কিন্তু সেরকম যত্ন নেয়া হয়ে ওঠে না ।