Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাসড়কে যাত্রীবাহী চলন্ত গাড়িতে আগুন, পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হবিগঞ্জের বাহুবলের মহাসড়কে চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

শুক্রবার বিকাল ৫টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো গ ১৪-৯৩৬১) একটি মাইক্রোবাস চলন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি দাঁড় করিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। এরই মধ্যে গাড়ির সামনের পুরো অংশটিতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে প্রচণ্ড বৃষ্টিতে আগুন ধরায় তাৎক্ষণিক উপস্থিতরা আগুন নেভাতে পারেনি। পরে স্থানীয় লোকজন বালতি নিয়ে পানি নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও গাড়িটি অর্ধেকের চেয়েও বেশি পুড়ে যায়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।

Bootstrap Image Preview