সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মা ইলিশ রক্ষার্থে যমুনা নদীর বিভিন্ন মোহনায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড প্রদান কর হয়৷
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন মোহনায় অভিযান চালানো হয়।
এ অভিযানে ঘোরজান ইউনিয়নের ফুলহারা গ্রামের মোঃ মোসলেমের ছেলে আবু হানিফ ( ২৮), চালুহারা গ্রামের মোকছেদ আলীর ছেলে সোহেল রানা (২১), একই গ্রামের রহিজের ছেলে রতন মিয়া (১৯), মোঃ জিন্নাহ'র ছেলে আঃ মালেক(২৬), ইসাহকের ছেলে সাইফুল ইসলাম (২৪), ইসাহকের ছেলে এরশাদ আলী (২৮), খাষপুখুরিয়া গ্রামের শামছুল হককে (২৫) আটক করা হয়েছে৷
এসময় তাদের কাছে থাকা ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা ৷
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব, এস আই মোক্তার হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম সহ প্রমূখ ৷