Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিম দিবস উপলক্ষে বিনামূল্যে বিতরণ করা হবে সিদ্ধ ডিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৩:২৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে, কারওয়ান বাজার, মিরপুর এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় শ্রমজীবী মানুষ, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হবে।

এ ছাড়াও বিভিন্ন শিশু সদন ও এতিমখানা এবং বৃদ্ধাশ্রমের সদস্যদের জন্যও বিনামূল্যে ডিম প্রদান করা হবে।

গতবারের মতো বিশ্ব ডিম দিবস দিবসটি এ বারও যৌথভাবে উদযাপন করবে পোল্ট্রি সংশ্লিষ্ট ৭টি অ্যাসোসিয়েশনের সমন্বয়ে গঠিত বিপিআইসিসি এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতর (ডিএলএস)।

এ বছর বিশ্বব্যাপী ডিম দিবসের থিম হচ্ছে 'প্রোটিন ফর লাইফ'। এ বারের স্লোগান হচ্ছে- 'সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই'।

উল্লেখ্য, গতবছর ডিম দিবসে খামারবাড়িতে স্বল্প মূল্যে ডিম বিক্রির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

Bootstrap Image Preview