Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কনস্যুলেট তল্লাশির অনুমিতি দিয়েছে সৌদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:২১ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১০:২১ AM

bdmorning Image Preview


নিখোঁজ সাংবাদিক জামাল খাসোগির খোঁজে সৌদি কনস্যুলেট তল্লাশির জন্য তুরস্কের আবেদনে সম্মতি দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এর আগে খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের কিছু সময় পরই বেরিয়ে গিয়েছিলেন, সৌদি আরবকে এ দাবির পক্ষে প্রমাণ চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

গত সপ্তাহে ইস্তাম্বুলের ওই কনস্যুলেট ভবনে প্রবেশের পর থেকেই সৌদি নাগরিক খাসোগির আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার হবু স্ত্রী। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিখোঁজে এ সাংবাদিকের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তুরস্ক বলছে, খাসোগিকে সৌদি কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। রয়াদ এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। সৌদি ওই কনস্যুলেট ভবনে তল্লাশি চালাতে চেয়ে আঙ্কারা অনুরোধ জানায়। মঙ্গলবার এ অনুমতি পাওয়া গেছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র হামি আকসয় বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা খাসোগিকে খুঁজতে সহযোগিতা করতে প্রস্তুত। দাফতরিক তদন্তের অংশ হিসেবে সৌদি কনস্যুলেট ভবন তল্লাশি করা হবে।’

Bootstrap Image Preview