Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অশ্লীল মন্তব্য লেখায় বাধা দেওয়াতে ৪০ ছাত্রীকে মারধর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


স্কুলের দেওয়ালে অশ্লীল মন্তব্য লেখার বাধা দেওয়ায় স্কুলের ৪০ জন ছাত্রীকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। ভারতের বিহার রাজ্যের সিপুল জেলার একটি সরকারি বিদ্যালয়ে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা।

গত শনিবার এক যুবক স্কুলের দেওয়ালে অশ্লীল মন্তব্য লেখার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে একদল ছাত্রী। তারা তীব্র ভাষায় ছেলেটিকে তিরষ্কার করে। এর কিছুক্ষণ পরই ২০/২৫ জন যুবকের একটি দল হাতে লাঠি নিয়ে স্কুলে হামলা চালায়।

বিদ্যালয়ের ওয়ার্ডেন রীমা রাজ জানিয়েছেন, 'মেয়েরা খেলতে বেরিয়েছিল। তখনই তাদের উপর হামলা চালানো হয়। ওদের লাথি-ঘুষি মারা হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে স্কুলের ভেতরে নৃশংসভাবে পেটানো হয় ছাত্রীদের। ভাঙচুর করা হয় স্কুলের জিনিসপত্রও।'

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিহারের ওই সরকারি বিদ্যালয়ে ছাত্রীদের কয়েকটি ছেলে রোজ উত্ত্যক্ত করত। স্কুলের দেওয়ালে আজেবাজে কথা লিখে রাখা, ছাত্রীদের উদ্দেশে খারাপ ইঙ্গিত করা,বাজে মন্তব্য করার অভিযোগ রয়েছে ওই ছেলেদের বিরুদ্ধে।

স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে ছাত্রীরা।

হামলার খবর পেয়ে স্থানীয় প্রশাসন স্কুলে গিয়ে আহত ছাত্রীদের হাসপাতালে পাঠায়। সেইসঙ্গে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলার শিক্ষা কর্মকর্তা।

Bootstrap Image Preview