Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাককানইবি'তে কবি নজরুলের ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:১৯ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৮ অক্টোবর) বেলা ১২টায় এটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নজরুল শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, প্রফেসর ড. রশিদুন নবী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এর অধ্যাপক প্রফেসর ড.সুজিত সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মাসুম মোকাররম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নজরুলকে ধারন করতে, লালন করতে হলে তাকে নিয়ে চর্চা করতে হবে । তার ভাবনাকে ধারণ করে তা বাস্তবায়নে কাজ করতে হবে। আর তা বাস্তবায়নের মধ্য দিয়ে মানবমনে সুন্দরের বোধন ঘটাতে হবে।

আলোচনা শেষে ৪ অনুষদ থেকে মোট ১২ জন শিক্ষার্থীকে সনদ ও চেক প্রদান করা হয় ।

বৃত্তি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা।

 

 

 

Bootstrap Image Preview