Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুরে বহুল আলোচিত স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় উপজেলার গালুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ বাবুল তালুকদাকে (৪৫) গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

রবিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাগড়ি-বাশতলা এলাকার ইউসা ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবুল তালুকদার উপজেলার চাড়াখালি গ্রামের মৃত মোঃ মোন্তাজ তালুকদারের ছেলে।

উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার চাড়াখালী গ্রামের মোঃ ফজলুল হক লেদুর মেয়ে ও পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থীকে (১৪) জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ইউপি সদস্য বাবুল তালুকদার সহ ৩ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঐ শিক্ষার্থীর দাদা আবুল কালাম ফরাজি বাদী হয়ে রাজাপুর থানায় একটি ধর্ষণ মামলা নং ১৭ দায়ের করেন।

এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, মামলার ২নং আসামি বাবুল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview