Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে । এশিয়ায় ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এমনই চিত্র ফুটে উঠেছে ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস এর এক সমীক্ষা প্রতিবেদনে।

ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস এর তথ্য মতে, ২০০০ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল এক লাখের মতো। কিন্তু ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।

এদিকে এশিয়ার শীর্ষ ইন্টারনেট ব্যবহারীদের মধ্যে রয়েছে চীন। তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৭ কোটি ২০ লাখের বেশি। তাদের পরেই রয়েছে ভারত (৪৬ কোটি ২০ লাখ), ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) ও জাপান (১১ কোটি ৮০ লাখ)।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৬ কোটি ২০ লাখ। শীর্ষ পাঁচের বাকি দুটি দেশ ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) ও জাপান (১১ কোটি ৮০ লাখ)।

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এই সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ১০ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে।

Bootstrap Image Preview