Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে ১১ জনের প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০১:১৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। 

শনিবার আঘাত করা ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষজন হতাহতের খবর জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১০ মিনিটে দেশটির উত্তর-পশ্চিম উপকূলের পোর্ট-দে-পাইক্স শহরের ১৯ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ৭ কিলোমিটার গভীরে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। হাইতির উত্তর-পশ্চিম অঞ্চলের পুলিশ প্রধান জ্যাকসন হিলাইরে বলেছেন, পোর্ট-দে-পেইক্সে কমপক্ষে সাতজন নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

গ্রস-মোর্নে শহরের মেয়র জ্য রেনেল টাইড জানিয়েছেন, শহরের ভেতর ও আশপাশের এলাকায় এক ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশটির বেসামরিক সুরক্ষা এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ওই ভূমিকম্পের পর বেশ কয়েক জন আহত হয়েছেন। এছাড়া পোর্ট-দে-পেইক্স, গ্রস-মোর্নে, চানসোলমে ও টার্টল আইল্যান্ডে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হওয়া ভবনগুলোর মধ্যে প্লেইসেন্সে অবস্থিত সেন্ট-মাইকেলের চার্চও রয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, আহত ব্যক্তিদের অধিকাংশেরই আঘাত সামান্য। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স ছাড়া প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিকেও অনুভূত হয়েছে।

উল্লেখ্য, অপেক্ষাকৃত অনগ্রর হাইতির অধিকাংশ মানুষ ভূমিকম্পে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে বসবাস করে থাকেন। এর আগে ২০১০ সালে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প রাজধানী পোর্ট-অ-প্রিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওইসময় হাইতিতে তিন লাখ মানুষের মৃত্যু হয়।

Bootstrap Image Preview