হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাছের সাথে ফাঁস লাগিয়ে আবুল কালাম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী আত্মহত্যা করেছে।
শনিবার সকালে পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী নিহতের ঝুলন্ত লাশ দেখতে পায়। নিহত আবুল কালাম চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের আব্দুল মন্নাফের পুত্র।
নিহতের পরিবার সূত্র জানায়, নিহত আবুল কালাম গত বৃহস্পতিবার খাওয়া-দাওয়া করে। পরে দিবাগত রাতের যে কোন এক সময় বাড়ির পাশ্ববর্তী একটি নাসার্রির পেয়ারা গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দিলে এসআই শেখ আলী আজহার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, নিহত কালামের একজন মানুষিক প্রতিবন্ধী ছিল দীর্ঘ দিন ধরে।