Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বাসের ছাদ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রীবাহী বাসের ছাদ থেকে শিবলু (২৮) নামের এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিবলু উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া (বালুচরা) গ্রামের হাতিম উদ্দিনের ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ি এলাকায় “রোহান (রাজশাহী-ব- ১৭১৬)” নামের যাত্রীবাহী বাসের ছাদ থেকে রক্ত পড়তে দেখে স্থানীয়রা বাসটি ধাওয়া করেন। পরবর্তীতে বাসটি ফুলবাড়ী ইউনিয়নের আমতলী (গরুমারা) ব্রিজের কাছে পৌঁছালে বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যান। স্থানীয়রা বাসটি জব্দ করে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) এনায়েতুর রহমান জানান, চাল ব্যবসায়ী শিবলুর মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া জানা সম্ভব নয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview