Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোটা বাতিলের দাবিতে ফের অবরোধ, যোগ দিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আবার অবরোধ শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যোগ দিয়েছে।

শুক্রবার ( অক্টোবর) বিকাল তিন টার পর থেকে তারা অবরোধ শুরু করে। এর ফলে তীব্র যানজট দেখা দিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ বন্ধ রাখা হয়েছিল

এর আগে গত বুধবার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করে মন্ত্রিসভা। সব পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, প্রতিবন্ধী ও জেলা কোটাসহ নানা ধরনের কোটা রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ জেলা কোটা, ১০ শতাংশ নারী কোটা, ৫ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ও শর্ত সাপেক্ষে ১ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করা ছিল।

Bootstrap Image Preview