নাব্যতা সংকট, ঝুঁকি এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত দুই মাস ধরে এই সমস্যার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই রুটে চলাচলকারীরা।
শুক্রবার (৫ অক্টোবর) এই সমস্যার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শতাধিক যানবাহনকে পারাপারের অপেক্ষায় দেখা যায়।
এ নৌ-রুটের ১৯টি ফেরির মধ্যে দিনে ৩ থেকে ৪টি ফেরি চললেও রাতের বেলায় ড্রেজিং-এর কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। এর ফলে ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপ-মহাপরিচালক সৈয়দ শাহ বরকত উল্লাহ জানান, নদীতে পানির গভীরতা কমে যাওয়ায় লৌহজং টার্নিং পয়েন্ট এবং এর কাছের নতুন চ্যানেলেও একই সমস্যায় ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। যতটুকই সীমিত আকারে ফেরি চলছিল ড্রেজিংয়ের কারণে চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না। তাই ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
তবে ফেরি চলাচল উযাযোগী হলেই আবার ফেরি চলাচল শুরু হবে। তবে কখন আবার চালু হবে সে ব্যাপরে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।