"প্রানি বাঁচলে বাঁচবে মানবতা, সকল প্রাণীর জন্য একই ভালবাসা" এই স্লোগান নিয়ে বিশ্ব প্রাণী দিবস - ২০১৮ উপলক্ষে 'প' ফাউন্ডেশন খুলনা সংঘের আয়োজনে নগরীর পাওয়ার হাউজ মোড়ে এক প্রতিকি সমাবেশ অনুষ্ঠিত হয়।
(৪ অক্টোবর) বিকালে উক্ত সমাবেশ 'প' ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় প্রধান এ্যাডঃ নাজিয়া আহমেদ বর্ণা'র পরিচালনায় উপস্থিত ছিলেন, মাননীয় সাংসদ আলহাজ্ব মিজানুর রহমান মিজান। আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তর খুলনা প্রধান সার্জন ও ভেটেরিয়ান ডাঃ অরুন, ডাঃ মাহমুদা, ভেটেরিয়ান কেসিসি মোঃ রেজাউল করিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা বেগম, এ্যাডঃ আনোয়ারা মমতাজ আন্না পিপি বন বিভাগ, এ্যাডঃ আফরোজা রোজী এপিপি। এ্যাডঃ আইয়ুব হোসেন, এ্যাডঃ প্রতাপ সরকার, এ্যাডঃ সজীব বৈরাগি, ডাঃ ধীমান, ক্রিয়াবিদ মোতালেব মিঞা, খুলনা ক্রাইম নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক- আল মামুন সুমন প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন রোটারিয়ান, বনানী দাস, নিলয়, নাহিয়ান, জুয়েলসহ আরও অনেকে।
প্রাণীর অধিকার রক্ষা ও কল্যাণার্থে প্রতিবছর প্রাণী কল্যাণমূলক সংস্থা দিবসটি পালন করে। প্রাণী হিসেবে তাদের সে বেঁচে থাকার অধিকার নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। মানুষের পোষা প্রাণীসহ চারপাশের নানা প্রাণ দৈনন্দিন জীবনে আমাদের অনেক উপকার করে। সেই অবদানকে মনে রাখা ও প্রাণীদের প্রতি সদয় হওয়াই হচ্ছে প্রাণী দিবসের উদ্দেশ্য। অনেক উপকার করা সত্ত্বেও আমরা অনেক সময় এসব প্রাণীকে ঠিকমতো খাবার দেই না। বিষয়টি সত্যিই অমানবিক।