তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য ৪র্থ জাতীয় উন্নয়নমেলা-২০১৮ অংশ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঢাকার আগারগাঁওস্থ শের-ই-বাংলানগর বাণিজ্যমেলাটি সকাল ১০টায় শুরু হয়েছে।
আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন। স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় বাণিজ্য মেলার মাঠে উপস্থিত ছিলেন।
জাতীয় উন্নয়নমেলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আবহাওয়া অধিদপ্তর, জরিপ অধিদপ্তর, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এবং স্পারসো অংশগ্রহণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়ন মেলায় আগত দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে।
এছাড়া, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর রক্তদান কর্মসূচিসহ রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষাদি সম্পর্কে জনগণকে অবহিত করছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী তাদের প্রাত্যাহিক কাজকর্ম ও জনগণকে সেবা প্রদানে তাদের কর্মতৎপরতা জনগণের নিকট তুলে ধরছে। আবহাওয়ার পূর্বাভাস জনগণের নিকট সহজভাবে পৌঁছানোর জন্য BMD Weather Apps এর ব্যবহার সম্পর্কে মেলায় আগত দর্শনার্থীদের ব্রিফিং করা হয়।
এছাড়া, আবহাওয়া সম্পর্কিত অন্যান্য তথ্য কিভাবে জনগণ সহজে পেতে পারেন সে সম্পর্কেও তাদের অবহিত করা হয়। বিশেষভাবে ভূমিকম্প, ঘুর্ণিঝড় ও বজ্রপাতকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সতর্ক করা হয়। স্পারসো স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি, বন, পানি সম্পদ, সবুজ উদ্যান ইত্যাদি সম্পর্কে পরিসংখ্যান প্রদান করে।
এছাড়া ঝড়, বন্যা, খরা ও সাইক্লোনের পূর্বাভাষ দেয়াসহ সমুদ্র সম্পদ অন্বেষনে তথ্য প্রদান করে। অপরদিকে, জরিপ অধিদপ্তর সারাদেশে ডিজিটাল ম্যাপিং কার্যক্রম সম্পর্কে মেলায় আগত দর্শকদের অবহিত করে।
আজ বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া বাণিজ্য মেলার মাঠে উপস্থিত থেকে জাতীয় উন্নয়ন মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাতটি সংস্থাসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও অন্যান্য সংস্থার বিপুল সংখ্যক ভেন্যু/স্টল এ মেলায় রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অর্জন সম্পর্কে দেশের জনগণকে অবহিত করাই এ মেলার উদ্দেশ্য।