Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জার্মানিতে সৌন্দর্য প্রতিযোগিতায় গরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পরিবর্তনশীল এই পৃথিবীতে প্রতিদিনই কিছু না কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে মানুষের রুচি আর মুখের স্বাদ। প্রতিদিনই পরিবর্তন হচ্ছে যোগাযোগের ধরন; পরীক্ষা পদ্ধতি। বিশ্বে নারীদের সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। সেইসঙ্গে প্রতিযোগিতার ধরনও বদলে যাচ্ছে। সম্প্রতি এক ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল জার্মানিতে।

কিন্তু গরুর সৌন্দর্য প্রতিযোগিতার কথা কখনও কেউ শুনেছেন কি? আশ্চর্য হলেও সত্য যে, জার্মানিতে এমন একটি প্রতিযোগিতায় অনেক গরু তাদের রূপ ও গুণের স্বীকৃতি পেয়ে থাকে। সেখানে কেউ হয় জয়ী কেউবা রানার আপ। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের একটি প্রতিবেদন থেকে এ প্রতিযোগিতার খোঁজ পাওয়া গেছে।

জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যে গরুর রূপ-গুণ বিচার করতে অভিনব এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূল প্রতিযোগিতার পাশাপাশি থাকে আরও অনেক বিষয়। এবার দু’শোর বেশি গরু এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে।

এই সৌন্দর্য প্রতিযোগিতার বিচারকরা শারীরিক গঠন, দীর্ঘ আয়ু ও দুধ দেবার ক্ষমতার মানদন্ডে গরুদের সৌন্দর্য বিচার করেন। বয়স্ক ও কম বয়সী গরুর মূল্যও আলাদা ওই প্রতিযোগিতায়। নারীর সৌন্দর্য প্রতিযোগিতার মতো এ ক্ষেত্রেও আনা হয় বিশেষজ্ঞদের। যেমন আয়ারল্যান্ড থেকে স্টিভ ম্যাকলাউলিন নামে এক গরুর স্টাইলিস্টকে নিয়ে আসা হয়েছে প্রতিযোগিতায়।

এছাড়াও শুধু সৌন্দর্য নয়, মুনাফাও জরুরি বিষয়। গুরু যাতে নিজেদের বাঁটের ভারে কাবু না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে প্রজননকারীদের গরুর শারীরিক গঠনের প্রতি মনোযোগ দিতে হয়। গরুর দীর্ঘ আয়ু নিশ্চিত করাটাও প্রয়োজন সেরা গুরু নির্বাচিত হওয়ার জন্য।

ওই প্রতিযোগিতায় অংশ নেয়া আনিটা লুকাসসেন বলেন, ‘গরুর শারীরিক গঠন ভালো হতে হবে, অনেক খাদ্য খাওয়ার জন্য পেট যথেষ্ট গভীর এবং মেরুদণ্ড শক্ত হতে হবে। বাঁট হতে হবে মজবুত এবং গোড়ালি থেকে অনেক উপরে থাকতে হবে। এছাড়া যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে গরুটির অনেক দুধ উৎপাদন করার সক্ষমতা থাকতে হবে।’

প্রতিযোগিতায় দেখা যায় আফ্রিকা নামের একটি গুরুর শুটিং চলছে। গরুটির মুখে বিশেষ কৌতূহলের অভিব্যক্তি আনতে ব্যবহার করা হচ্ছে একটি বল। তার মালিক গরুর ক্ষমতা ও সৌন্দর্যের জন্য পুরস্কার পেয়েছেন।

মঞ্চের পাশে স্টিভ ম্যাকলাউলিন নামে এক গুরুর মালিক তার গরুর সৌন্দর্য বাড়াতে ব্যস্ত। তিনি বলেন, ‘জেল দিয়ে বাঁট উজ্জ্বল করে তোলা হয়। ফলে প্রতিযোগিতার মঞ্চে নিয়ে গেলে গরুকে অনেক স্বাভাবিক দেখায় এবং বিচারকরাও ভালোভাবে দেখতে পান।’

দর্শকদের আসনে আছেন কৌতূহলী মানুষ, চাষি ও প্রজননকারীরা। তাদের মধ্যে একজন বলেন, ‘সুন্দর গরু দেখতে আমার দারুণ লাগে। আমার নিজের প্রায় ১০টি সুন্দর গুরু রয়েছে।’

Bootstrap Image Preview