Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে শুরু হলো ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা

সোহেল আহমেদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


'উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ' শ্লোগানে সারাদেশের মত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. আক্তারুউজ্জামান, কৃষি অফিসার আবু নাদির সিদ্দিকী, শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সমবায় অফিসার শাহিন সুলতানা, যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূঁইয়া, নির্বাচন অফিসার ফারিজা নূর, খাদ্য অফিসার নাছির উদ্দিন, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাদল মিয়া, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু জাফর মো. রিয়াদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন মেলায় ভূমি, প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন, মৎস্য, শিক্ষা, কৃষি, সমাজসেবা, মহিলা বিষয়ক, সমবায়, পল্লী বিদ্যুৎ, পৌরসভা, ইসলামিক ফাউন্ডেশন, ব্যাংক-বীমা, এনজিওসহ ৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আসা লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে। সরকারি সংস্থাগুলোর সেবা মেলা থেকে সরাসরি দেওয়া হবে।

তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।

Bootstrap Image Preview