Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ২৩ বছর পর র‍্যাব হাতে আটক হত্যা মামলার পলাতক আসামি কবির 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


সিলেটের হবিগঞ্জে ২৩ বছর পর হত্যা মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির মিয়াকে (৫০) হাতেনাতে আটক করেছে র‍্যাব।  

গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক কবির মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল থানার ঘোষপাড়া গ্রামের গেদা মিয়ার পুত্র।

মামলা সূত্রে জানা যায়, রাজনৈতিক সংক্রান্ত বিরোধের জের ধরে বাহুবল থানাধীন লস্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় ১৯৯৫ সালের ২৫ আগস্ট আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে মারপিট করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন কবির মিয়া।

পরে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় যাবজ্জীবন সাজা হয় কবিরের। প্রায় ২৩ বছর পলাতক থাকার পর। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে র‌্যাবের (৯) খাঁচায় আটক হয়েছে । 

বুধবার তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আটকের বিষয়টি  র‌্যাবের (৯) এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান নিশ্চিত করেন। 

Bootstrap Image Preview