Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় চুরির অপবাদে স্কুলছাত্রের আত্নহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ১২:২৪ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


শিক্ষক সহপাঠিদের দেয়া মোবাইল ফোন চুরির অপবাদে মাগুরায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্র। নিহতের পরিবারের দাবি শিক্ষক সহপাঠীরা তাকে আত্মহননে প্ররোচিত করেছে

সোমবার ( অক্টোবর) রাতে শোবার ঘর থেকে মিশাউল সাদিদের লাশ উদ্ধার করে পুলিশ সে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং শহরতলীর বেলনগন গ্রামের মাছুদুল হকের পুত্র

নিহতের চাচাতো ভাই জাকারিয়া সহপাঠী সাদিকুর সাদি জানান, সাদিদ রোববার স্কুলে গিয়ে আবিদ নামে তার এক সহপাঠীর ব্যাগে থাকা মোবাইল ফোন নিয়ে লুকিয়ে রাখে মোবাইল ফোন না পেয়ে আবিদ সেটি স্কুলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করতে থাকে এক পর্যায়ে সাদিদ তার ফোনটি ফেরত দেয় সাদিদ তখন সহপাঠিদের বলেছিলেন, স্কুলে মোবাইল ফোন আনা নিষেধ বলে আবিদকে শিক্ষা দেওয়ার জন্য দুষ্টমি করে মোবাইল ফোনটি লুকিয়েছিলেন তিনি

সাদি বলেন, এদিকে আরেক শিক্ষার্থী ঘটনাটি স্কুলের বিএনসিসি শিক্ষক ফিরোজ হোসেন অফিস সহকারী আকরাম হোসেনকে জানালে তারা সাদিদকে চোর আখ্যায়িত করে তাকে বিএনসিসি থেকে বহিস্কার করেন তারা ঘটনাটি সাদিদের বাবাকেও জানালে বাড়িতে তাকে গালমন্দ করা হয় কারণে সাদিদ আত্মহত্যা করেছেন বলে মনে করেন সাদি

স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি দুঃখজনক তিনি ছাত্রদের শান্ত রাখার জন্য সকালে বিদ্যালয়ে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন

সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে স্কুলের অফিস সহকারী আকরাম হোসেন মোবাইল চুরির অপবাদ দিয়ে গালমন্দ পরিবারের কাছে নালিশ করায় স্কুল ছাত্র সাদিদ আত্মহত্যা করেছেন পরিবার সদস্যরা থানায় অত্মহত্যার প্ররোচনার অভিযোগ করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে

Bootstrap Image Preview