Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে ২০টি ক্লাবের আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন​​​​​​​

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৮, ০৬:১১ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৮, ০৬:১১ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২০টি প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের হিতৈষী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

'মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ-পরম-শ্রদ্ধায়' প্রতিপাদ্যে সোমবার দিনব্যাপী উপজেলার তুমিলিয়া, নাগরী ও বক্তারপুর ইউনিয়নে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস কালীগঞ্জ শাখার আয়োজনে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। আর এতে সমাজসেবক, উন্নয়নমিত্র, মিশনের পাল-পুরোহিতগন, প্রবীণ-নবীন সদস্য, প্রতিবন্ধী ও কারিতাস প্রতিনিধিসহ ২০টি ক্লাবের দেড় সহা¯্রাধীক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সকলেই প্রবীণদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরাও দিন দিন প্রবীণের পথে হাটছি আর আজকের প্রবীণ ব্যাক্তিরা এই সমাজের মূল ভিত্তি। কেন না আজ যারা প্রবীণ তারা নিজের হাতে এই সমাজকে গঠন করেছেন। তারা সুন্দরভাবে এই সমাজকে গঠন না করলে আজ আমরা এত সুন্দর সমাজ পেতাম না। বর্তমান প্রজন্ম ভুলে যায় তাদের অস্তিত্ব, বেড়ে ওঠা, উন্নয়ন ও অগ্রগতির মূলে রয়েছে প্রবীণদের অবদান। প্রবীণদের সেবা করার সংস্কৃতি দিন দিন কমে যাচ্ছে। কাজ করতে না পারলেই পরিবার প্রবীণদের বোঝা হিসেবে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview