গাজীপুরের শ্রীপুরে উপজেলার টেংরা প্রবীণ কল্যাণ ক্লাব ও গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় দিবসটি পালনের অংশ হিসেবে দিন ব্যাপী প্রবীনদের নিয়ে র্যালী ,আলোচনা সভা,খেলাধুলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রবীণ কল্যাণ ক্লাবের সভাপতি হাজী মজিবুর রহমানের সভাপতিত্বে আমীর হোসেন মেম্বারের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুনজুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের লেকচারার আব্দুর রহমান।
এতে বক্তব্য রাখেন,ডা: সোহাগ ,বীর মুক্তিযোদ্বাও প্রবীণ কল্যাণ ক্লাবের উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক সামসুল হক,সাংগঠনিক সম্পাদক মো: ফাকের হোসেন মোড়ল, ইউপি সদস্য শফিকুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক ফজলুল হক,স্বাস্থ্য সহকারী পরিদর্শক মো: রইছ উদ্দিন,দাতা সদস্য রৌশন আরা বেগম,কনকলতা সরকার ,আম্বিয়া খাতুন প্রমূখ।