সিরাজদিখানে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ওপেন হাউজ ডে এবং মতবিনিময় সভা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে সিরাজদিখান থানা আঙ্গিনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসময় উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রশ্ন তোলেন সিরাজদিখানে পুলিশিং কমিটির কোন কার্যক্রম নেই। কোন বক্তা বলেন উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বালু চরে দুটি খুনের ঘটনা ঘটে। মামলার আসামী জামিন না নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের আটক করছে না।
সিরাজদিখান থানা অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান। থানা উপ পরিদর্শক আব্দুর সবুর খান এর সঞ্চালণায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাসেম, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন ভুইয়া।
এ সময় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে তথ্য ভিত্তিক বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, লতব্দি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, কোলা ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশের সদস্য শ্যামল কান্তি রায়, ইছাপুরা ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।