Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ৩ পিস স্বর্ণের বারসহ যাত্রী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে ৩ পিস স্বর্ণের বারসহ মেহেদী হাসান (১৯) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস।

আজ রবিবার সকাল ৮টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে পাসপোর্টের কার্যক্রম সম্পন্নের একপর্যায়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী ঢাকার ডেমরা থানার তুষারধারা এলাকার মাতুয়াইল মুসলিমনগর গ্রামের নেকমত আলীর ছেলে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম বলেন, আজ সকাল ৮টায় চেকপোস্ট কাস্টমসের অভ্যন্তরে আটক মেহেদীর গতিবিধির উপর সন্দেহ হলে ডেপুটি কমিশনার জাকির হোসেন ও সহকারী কমিশনার উত্তম চাকমা সঙ্গীয় কাস্টমস সদস্যদের নিয়ে তাকে আটক করেন।

পরে আটককৃতের স্বীকারোক্তি মোতাবেক তার পায়ুপথ থেকে ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩শ" গ্রাম এবং মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview