Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে উন্নয়ন মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview


‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বর্তমান সরকারের ভবিষ্যত কর্ম পরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচারসহ বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরতে গোপালগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ উন্নয়ন মেলা। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

রববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আরো অনেকে।

স্থানীয় পৌর পার্কে আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

Bootstrap Image Preview