Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস কেনার ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২ AM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪২ AM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চলতি বছরের নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তিনি বলেন, বাস্তববাদী হতে হবে আমাদের শীতের সময় আমি কি আমার দেশের জনগণকে জমে যেতে দেব? তেহরান থেকে গ্যাস না নিলে আমার দেশের জনগণের ঘর-বাড়ি কীভাবে গরম করার ব্যবস্থা করব?

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের বিরুদ্ধে তীব্র ভাষায় ট্রাম্পের বক্তৃতার পর এসব কথা বলেন এরদোয়ান অন্যদিকে ট্রাম্প বলেছেন, নভেম্বর ইরানের বিরুদ্ধে সর্বাত্মক তেল নিষেধাজ্ঞা দেওয়া হবে নভেম্বর থেকে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করেছেন এরদোয়ান নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে যুক্তরাষ্ট্র ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি মার্কিন সরকারের এসব পদক্ষেপের মুখে আমরা চুপ থাকতে পারি না বলে সাফ জানিয়ে দিয়েছেন এরদোয়ান

Bootstrap Image Preview