Bootstrap Image Preview
ঢাকা, ১৮ মঙ্গলবার, মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে কাব হলিডে স্কাউটিং প্রশিক্ষণের উদ্বোধন

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৭ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৭ AM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে কাব হলিডে, উপদল নেতা ও স্কাউটিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গাজীপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে কোর্সটির উদ্বোধন করেন।

আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শতভাগ স্কাউটিং কার্যক্রমকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মশিউর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল।

উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বলেন, সোনার বাংলা গড়তে, নিজেকে স্বাবলম্বী ও অপরকে স্বাবলম্বী হতে উৎসাহিত করতে এ প্রশিক্ষনের আওতায় বৈচিত্রময় নানা বিষয় রাখা হয়েছে।

Bootstrap Image Preview