Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাসপকে শিল্পী আব্দুল আলীমের প্রামাণ্যচিত্র তৈরির আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ PM

bdmorning Image Preview


বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল আলীমের জীবনি ও তার গান নিয়ে বাংলাদেশ সংস্কৃতি পরিষদকে (বাসপ) প্রামাণ্যচিত্র তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মাগুব মোর্সেদ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর তোপখানা রোডের শিশু কল্লান মিলনায়তনে অনুষ্ঠিত সংগীতশিল্পী আব্দুল আলীম স্মরণে এক  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাগুব মোর্সেদ বলেন, সরকারের পক্ষে অনেক সময়ই গুন এবং জ্ঞানের যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয় না। বাসপের উদ্যোগগুলো প্রতিভাগুলোকে ঝরে যাওয়া থেকে রক্ষা করবে। সরকার যে কাজগুলো করতে ব্যর্থ, বাসপ তা করে দেখিয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এবং দেশরক্ষা আন্দোলনের আহ্বায়ক এম সানোয়ার হোসেন, বাসপের উপদেষ্টা মোঃ ওবায়েদুল হক, সংস্থাপনা মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব কবি লোকমান হাকিম, আওয়ামী লীগের জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ হুমায়ূন কবির ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দেশবরেণ্য ৫ জন গুণী শিল্পকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করা হয়।

Bootstrap Image Preview