Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরীতে বাসচাপায় আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহানগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সে নগরীর সে ইসলামীয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও ফিরোজশাহ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টার দিকে ৭ নম্বর রোডে চলাচলকারী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে আলমগীর হোসেন মারাত্নক আহত হন। তাকে চমেক হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানা ওসি মহসীন জানায়, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

Bootstrap Image Preview