আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবে।
দেশটিতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধী নিপীড়নের অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।
২০১৩ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদকে পরাজিত করে আব্দুল্লাহ ইয়ামিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
কিন্তু নাশিদের সমর্থকদের অভিযোগ, সেটি ছিল জালিয়াতির নির্বাচন। বিতর্কিত নির্বাচনে ক্ষমতায় এসেই ইয়ামিন বিরোধীদের ওপর নিপীড়ন শুরু করেন। সন্ত্রাসবাদ ও দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী দলের অধিকাংশ নেতাদের জেলে পাঠান তিনি।