Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে নৌকা ডুবিতে কলেজ ছাত্রীর মৃত্যু!

ফারুক হাসান কাহার, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৬ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর হাবিবুল্লাহ নগর ইউনিয়নে নৌকা ডুবে রুপালী খাতুন আয়েশা (২২) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার জিগারবাড়িয়া গ্রামের বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুপালী খাতুন আয়েশা উপজেলার জিগারবাড়ীয়া গ্রামের রাজ্জাক মোল্লার কন্যা শাহজাদপুর সরকারি কলেজ থেকে এবছর এইচএসছি পাশ করে।

এঘটনায়, অপর ৬ জন মারাত্মক আহত হয়েছে।

কলেজ ছাত্রী রুপালী খাতুন আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জিগারবাড়িয়া থেকে নৌকাযোগে ডায়া গ্রামে আত্মীয়র বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  

জিগারবাড়িয়া গ্রামের মহির প্রামাণিকের ছেলে আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা ডায়া যাওয়ার পথে ডায়া- জিগারবাড়িয়া গ্রামের মাঝামাঝি বিলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

২ঘন্টারও বেশি সময় চেষ্টায় স্থানীয়রা পানির নিচ থেকে রুপালী খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে  ঘোষণা করেন।

এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview