Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আকরাম হোসেনের মৃত্যুতে এফবিসিআইয়ের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭ AM
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স (এফবিসিসিআই)-এর প্রাক্তন সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকরাম হোসেন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এফবিসিসিআই।

এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ, সকল জেলা চেম্বার ও সকল এসোসিয়েশন এবং এফবিসিসিআই সচিবালয় মরহুম আলহাজ্ব মোহাম্মদ আকরাম হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানায়। 

উল্লেখ্য , আলহাজ্ব মোহাম্মদ আকরাম হোসেন ৭০ বছর বয়সে আজ দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ বাদ যোহর তার জানাজা নামাজের পর তাকে দাফন করা হয়। মৃত্যুকালে আকরাম হোসেন স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর এক ছেলে জনাব আমজাদ হোসেন বর্তমানে এফবিসিসিআইয়ের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মরহুম আকরাম হোসেন ১৯৯০-৯২ মেয়াদকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৯৮৭-৮৯ মেয়াদকালে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ছিলেন।

তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সভাপতি ছিলেন। বায়রা এবং তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দেশের জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আলহাজ্ব মোহাম্মদ আকরাম হোসেনের ইতিবাচক অবদানের জন্য এফবিসিসিআই পরিবার তথা দেশের সকল ব্যবসায়ি নেতৃবৃন্দ তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছে।

Bootstrap Image Preview