ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইঁদুরের বিষ প্রয়োগ করে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন রুশ মডেল অ্যানা শ্যাপিরো। অ্যানা জানান, তিনি প্রায় নিশ্চিত যে তাকে তার স্বামীসহ পুতিনের অনুসারীরা বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছিলো।
গত রবিববার ব্রিটেনের স্যালিসবুরির ‘প্রেৎজো’ রেস্তোরাঁয় খাওয়ার সময় বিষক্রিয়ায় দুইজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানায় যুক্তরাজ্য পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন এই রুশ মডেল অ্যানা শ্যাপিরো। সাথে ছিলেন তার স্বামী অ্যালেক্স কিং।
অ্যানা বলেন, তিনি তার স্বামীকে রেস্তোরাঁর টয়লেটে খুঁজে পান। সেসময় তার মুখ থেকে ফেনা বের হচ্ছিলো। এরপর আর তার সঙ্গে তার স্বামীর দেখা হয়নি। তিনি জানতে পেরেছেন যে তিনি কোমায় চলে গিয়েছেন।
তিনি আরও বলেন, তার ওপর বিষ প্রয়োগ হয়েছে কেননা, ক্রেমলিন চায় তিনি আর না বেঁচে থাকুক। তিনি নিশ্চিত যে এই হামলায় পুতিনের হাত রয়েছে।
২০০৬ সালে ইসরায়েলের নাগরিকত্ব পাওয়া অ্যানার জন্ম রাশিয়ায়। এরপর ২০০৮ সালে তিনি লন্ডনে যান এবং সেখানে গিয়ে ব্রিটিশ নাগরিক অ্যালেক্সকে বিয়ে করেন। অ্যানা বলেন, রাশিয়া মনে করে তিনি একজন গুপ্তচর।
কেননা, তিনি প্রকাশ্যে পুতিন ও তার পরিবারের সমালোচনা করেছিলেন। এরপর থেকেই পুতিন ও অ্যানার সাবেক রুশ সেনাপ্রধান পিতার রোষানলে পড়েন তিনি। এমনকী, তার বাবা পরিচয় দেওয়া একজনের কাছ থেকে মৃত্যুহুমকিও পেয়েছেন বলে জানান অ্যানা।