শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেটিরোডস্থ শশ্মান ঘাট সংলঘ্ন বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার আব্দুল মোতালিবের ছেলে শিবলু মিয়া (৪১), মৌলভীবাজারের কুলাউড়া থানার মুহিত কিবরিয়া হান্নান (২৫), রামনগরের দেলোয়ার মিয়া (২০) ও শ্রীমঙ্গলের কালা মিয়া।
পুলিশ জানায়, দেশীয় ২টি রাম দা, ২টি লোহার তৈরি দরজা-জানালা ও তালা ভাঙ্গার লোহার রডসহ ডাকাতদের আটক করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।