মাদক সেবন থেকে শুরু করে মাদক বিক্রি সকল ক্ষেত্রেই প্রশাসনের নজর এড়াতে সর্বদা নিত্য নতুন কৌশলের ব্যবহারে সজাগ ছিলো মাদকের সঙ্গে জড়িত আসামিরা। কেউ কেউ বেঁচেছেন আবার অনেকেই আইনের কাছে পরাজিত হয়েছেন। এবার এমনিই এক ঘটনা ঘটেছে কক্সবাজারের টেকনাফে। একটি সুপারি বাগান থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ পিস ইয়াবা।
আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল এ ইয়াবা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আছাদুদ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে টেকনাফ স্থলবন্দরের পাশে একটি সুপারি বাগানে ইয়াবার একটি চালান মাটির ভেতরে মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদে দমদমিয়া চৌকির বিজিবির সুবেদার মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় মাটির ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতরে ১ লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার ইয়াবার দাম তিন কোটি টাকা।
তিনি আরও জানান, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরে ঊর্দ্ধতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।