ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠাঁলিয়ায় অনিমেশ বিশ্বাস (৪২) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তরপাড় এলাকার টিনসেট ঘরে বাথরুমের আড়ায় তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
অনিমেশ বিশ্বাস (৪২) উপজেলার আমুয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন এবং একই ইউনিয়নের আমুয়া উত্তর পাড় এলাকায় স্ত্রী ও দুই বছরের একমাত্র সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
কাঁঠালিয়া থানার ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, কৃষি বিভাগের ওই কর্মকর্তা এর আগেও একবার বিষপানে আত্মহত্যার চেস্টা করেছিলেন। তিনি মানুষিক ভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার গ্রামের বাড়ি যশোর জেলা সদরের বাজার পাড়া এলাকায়। মানসিকভাবে অসুস্থ হওয়ার পর থেকেই অনিমেশের বাবা-মা ছেলের বাসায় এসে থাকতেন।
ঘটনার দিন বাবা অরবিন্দু বিশ্বাস ছেলের বাসায় ছিলেন জানিয়ে ওসি শওতক আনোয়ার বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি ব্যবস্থা নেয়ার পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।