"নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব" এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে লিফলেট বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা।
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভিন, অধ্যক্ষ তহিদুল ইসলাম, ড. আবুল কাশেম মীর, এসএম জিয়াউল হক, বিকাশ চন্দ্র সাহা, হেলাল উদ্দিন সরকার, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, আব্দুস সালাম, ও সহকারি প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রমুখ।