Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে শিশু মেলা উপলক্ষে আলোচনা সভা

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৬ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৮ AM

bdmorning Image Preview


মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ২ দিনব্যাপী শিশু মেলা -২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে আজ সোমবার সকালে জেলার বিভিন্ন স্কুলের শিশু শ্রেনীর  ছাত্র ছাত্রীদের নিয়ে র‌্যালি বের করে। র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

উক্ত র‍্যালি ও আলোচনা সভায় মাদারীপুর জেলা তথ্য অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মাদারীপুর মোঃ রাসেল সাবরিন, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক কাজী শহিদ ফরিদ, মাদারীপুর জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, মাদারীপুর জেলা প্রেস ক্লাবের আহবায়ক শাহজাহান খান সহ জেলা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এছাড়া মাদারীপুর স্বাধীনতা চত্তরে শিশু ও নারী উন্নয়ননে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলা-২০১৮ উপলক্ষে থাকছে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরণী।   

 

 

Bootstrap Image Preview