দালালের মাধ্যমে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশু সন্তানসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জয়পুরহাটে সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা এবং তাদের ৪ শিশু পুত্র তানিম হোসেন, নাহিম হোসেন ও রবিউল ইসলাম ও হাবিবুর রহমান।
এবিষয়ে পুলিশ জানান- সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয় দিয়ে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা গ্রহণ করেন। পরে সোহানা তার স্বামী ফায়েজ ও ৪ শিশু সন্তানকে নিয়ে ওই দালাল জয়পুরহাটের কোন এক সীমান্ত এলাকা দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসলেও স্বামী ও দালাল পালিয়ে যান।