ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে নওগাঁর পত্নীতলায় 'নিরাপদ সড়কের দাবিতে' মানববন্ধন ও বিক্ষোভ র্যালি করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ১০টায় শহরের নজিপুর বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনে পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে নজিপুর গিয়াস উদ্দীন মেমোরিয়াল (বি.এম) কলেজের
সহস্রাধিক শিক্ষার্থী অংশনেয়। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে ৯দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে নজিপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নজিপুর গিয়াস উদ্দীন মেমোরিয়াল (বি.এম) কলেজের অধ্যক্ষ আব্দুর রকিব, নজিপুর গিয়াস উদ্দীন মেমোরিয়াল (বি.এম) কলেজের প্রভাষক রেজানুর হোসেন, রহিম হোসেন, সাকিল হোসেন, শিহাব উদ্দীন, আব্দুল কাদের সহ কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।