পাবনার আটঘরিয়া উপজেলায় ইলবাজ হোসেন (৪৫) নামের এক কৃষককে ধরে ফাঁকা মাঠে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইলবাজ হোসেন আটঘরিয়া উপজেলার নিয়ামতপুর গ্রামের এছেম মেম্বরের ছেলে।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একদন্ত নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ইলবাজ হোসেন নিয়ামতপুর গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত সেখান থেকে তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠের মধ্যে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে আটঘরিয়া থানা পুলিশ রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত ইলবাজ পেশায় কৃষিকাজ করলেও চরমপন্থী সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
ওসি জানান, প্রাথমিকভাবে হত্যার মোটিভ উদ্ধার করা না গেলেও চরমপন্থীদের আভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড সংঘঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।