বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
আজ রবিবার দুপুরের দিকে তিনি বন্যার্ত এলাকা পরিদর্শন শেষে যমুনা নদীর শহড়াবড়ি ঘাটে এক পথসভায় বন্যার্তদের উদ্যেশে বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলামসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি হাবিবর রহমান বলেন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রাকৃতিক দুযোর্গ আসবে, আসতে পারে। তাই দুযোর্গ মোকাবেলারও সব ব্যবস্থা সরকারের আছে। যখনই যেখানে বন্যা হচ্ছে সেখানে সরকার ও দলের পক্ষ থেকে ত্রান সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আমাদের রাজনীতি।