নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য রিনা বেগম (২২) নামক এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী রনি ইসলাম (২৫)। টাকা দিতে অস্বীকার করলে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে হত্যা করে স্বামী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাত ১০টার দিকে ঘাতকের পিতা হাবিলউদ্দিন মোল্লাকে আটক করে পুলিশ।
জানা যায়, আহত অবস্থায় স্থানীয়রা রিনাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
৫ বছর পূর্বে নাটোর সদর উপজেলার শিবদূর গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রিনার সাথে গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে রনির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়ের নির্যাতনের কথা শুনে যৌতুক হিসাবে প্রায় ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানান মেয়ের বাবা মফিজউদ্দিন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, রাতে ঘাতকের পিতা হাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। রনি পলাতক রয়েছে। তাকেও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।